ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
আপডেটঃ 4:45 pm | March 18, 2020

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন আধুনিক নগরে জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় নগরী কে আধুনিক,
তিলোত্তমা, পরিস্কার পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত খাদ্য ও ভোক্তা অধিকার আইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব উল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন।
আজ রবিবার ১৬ মার্চ দুপুরে নগরীর নতুন বাজার মোড় ফুট পয়েন্ট, হাজী বিরিয়ানী, ও আমলা পাড়া এডভোকেট শ্যামল দত্ত, বিকাশ রজ্ঞন কে রাস্তার উপর নির্মান সামগ্রী রাখা,পথচারীদের চলাফেরার প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৫টি মামলার মাধ্যমে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় সিটি কর্পোরেশনের সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, পেশকার সিদ্দিকুর রহমান, পুলিশ সদস্যগন ও পরিচ্ছন্ন কর্মী উপস্থিত ছিলেন।