ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও ৩ জনের কারাদণ্ড
আপডেটঃ 7:45 pm | April 15, 2020

ইব্রাহিম মুকুট ঃকরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন নির্বিঘ্নে কাজ করছে। এই সময় শুধু মাত্র নিত্য পন্যের দোকান সকাল থেকে দুপুর ১.টা পর্যন্ত খোলা থাকবে।কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়িক নিয়ম ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং অবরোধ মানছে না। তাই ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার কেওয়াটখালী বাজার, সুতিয়াখালী বাজার, আলিয়া মাদ্রাসা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকান খোলা রাখার অপরাধে ১০টি মামলায় (আট হাজার সাতশত) -৮৭০০,টাকা অর্থদণ্ড ও ৩ জন কে ১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এছাড়াও বাজার গুলোতে নুন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা ও বাজার কমিটিকে নির্দিষ্ট প্রবেশ পথের ব্যাবস্থা রাখার কথা বলা হয়েছে ।এসময় নিরাপত্তা কর্মীরাও উপস্থিত ছিল।