ময়মনসিংহে মোবাইল কোর্টে ৪ হাজার ৫ শত ৫২টি অভিযান ৩০ লাখ ৩৪ হাজার ৮৯ টাকা জরিমানা আদায়
আপডেটঃ 3:21 pm | April 20, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ গত ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযান পরিচালিত হয় ৪ হাজার ৫ শত ৫২টি। মোবাইল কোর্ট পরিচালনার সময় মামলা হয় ১ হাজার ৬ শত ৩৮টি। এতে জরিমানা হিসাবে অর্থ আদায় হয় ৩০ লাখ ৩৪ হাজার ৮৯ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড হয় ৩৮ জনের। ময়মনসিংহের অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: আয়েশা খাতুন তথ্যটি নিশ্চিত করেছেন।