ময়মনসিংহ নগরীর পেঁয়াজ মহলের ড্রেন ডেঙ্গু’র কারখানা
আপডেটঃ 4:52 pm | April 26, 2020

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের অর্šÍগত নগরের গুরুত্বপূর্ণ স্থান মেছুয়া বাজারের জিলাপি পট্টি ও পেঁয়াজ মহলের মাঝের ড্রেনের আবর্জনা বিগত ৪/৫ বছরের মধ্যে পরিস্কার না করায় এটি এখন ডেঙ্গু মশার কারখানায় পরিনত হয়েছে। নতুন ভাবে নির্মিত পেঁয়াজ মহল ও জিলাপি পট্টি মাঝে ৩ ফুটের একটি ড্রেন রয়েছে। ৩তলা পেঁয়াজ মহলের যত আবর্জনা আছে সব এই ড্রেনে ফেলায় ড্রেন আবর্জনা ভর্তি হয়ে উপচে পড়েছে। নব নির্মিত পেঁয়াজ মহলের পূর্ব দিকে দেয়াল দিয়ে আটকে না দেয়ায় পেঁয়াজ, আলু, মরিচের যত আবর্জনা আছে দোকানদাররা তা ড্রেনে ফেলে দেয়। যার কারনে ড্রেনটি ভরাট হয়ে গেছে। একটি সুত্র জানায়, পেঁয়াজ মহল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি করপোরেশন থেকে লোক নিয়োগ দেয়া হলেও তারা কাজ না করায় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলুর আবর্জনা সব ড্রেনে ফেলে দেয়। যার জন্য সামান্য বৃষ্টিতে পুরো এলাকা জলমগ্ন হয়ে ডেঙ্গু মশা বিস্তারের কারখানা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের স্যানিটারী ইনসপেক্টর মহব্বত আলী জানান, মেছুয়া বাজারের জন্য আমাদের ৬ জন লেবার নিয়োজিত আছে। তারপর ও যদি ড্রেনের অবস্থা আবর্জনা পূর্ন থাকে তবে লেবার দিয়ে পরিস্কার করে দেয়া হবে। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার ফারুক হাসান জানান, গত এক বছরে তিন বার পরিস্কার করা হয়েছে। পেঁয়াজ মহলের পূর্ব দিকের দেয়াল দিয়ে ঘিরে দেয়ার ব্যবস্থা হচ্ছে। সিটি করপোরেশনের কাছে আমার রিপোর্ট দেয়া আছে।