নিখোঁজের একদিন পর রাস্তার পাশে মিললো স্কুলছাত্রীর লাশ
আপডেটঃ 4:09 pm | May 01, 2020

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রী মনি আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুর ১২ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের মান্দারতলা গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে এবং ৩৫নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে যায়নি বলে জানা যায়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে রাস্তার পাশের একটি গর্তে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠান।
বাঁহাতটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই । ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি ।