জেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত
আপডেটঃ 11:26 pm | May 03, 2020

৩ এপ্রিল রবিবার ২০২০ ইং সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত নতুন বাজার , সানকি পাড়া বাজার , কাচি ঝুলি বাজার , কাঠগোলা বাজার , খাগডহর বাজার, ঘুন্টি বাজার , আজমতপুর বাজার , দাপুনিয়া বাজার এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব বাজারে চাল, ডাল, ছোলা, আদা, মাংস সহ অন্যান্য দ্রব্যাদির মূল্য আজকের বাজার দর এর সাথে মিলিয়ে দেখা হয়।যে সকল দোকানে মূল্য তালিকা নেই এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখছে সেসব দোকানে জরিমানা করা হ্য়।এছাড়াও দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জনগণকে সামাজিক দুরত্ত বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আইনঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা, ৫টি মামলায় , জরিমানা ২১০০০ একুশ হাজার টাকা বিতরন করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া নাজনীন।এসময় সেনাবাহিনী সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্হিত ছিলেন।