সিআইডি প্রধান হলেন নোয়াখালীর ব্যারিস্টার মাহবুব
আপডেটঃ 12:08 am | May 04, 2020

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে. গতকাল ৩ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়। বদলিকৃত ৫পুলিশ কর্মকর্তার মধ্যে ব্যারিস্টার মাহবুবুর রহমান নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান. তার বাবা মরহুম আবদুল মালেক উকিল দীর্ঘদিন হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন. ব্যারিস্টার মাহবুব হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছোট ভাই। প্রজ্ঞাপন সূত্রে জানা যায় পুলিশ স্টাফ কলেজের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী কে পুলিশ সদর দপ্তরে (টিআর) বদলি করা হয়েছে.। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের উপ পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান কে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।