গফরগাঁও বিএনপি নেতা আল ফাতাহ খানের খাদ্য সামগ্রী বিতরণ
আপডেটঃ 3:03 pm | May 07, 2020

মোঃইব্রাহিম মুকুট ময়মনসিংহ ব্যুরো চীফ: করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী জনজীবন আজ স্থবির। তৈরী হয়নি এর কোন প্রতিষেধক আর এর থেকে পরিত্রানের একমাত্র উপায় লকডাউন তথা সামজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা। লকডাউনের ফলে অসহায়, দিন মজুর ও নিম্ন আয়ের মানুষ পড়েছে চড়ম সংকটে। করোনা সংকটময় পরিস্থিতিতে ময়মনসিংহের গফরগাঁওয়ের গফরগাঁও ও পাগলা থানা এলাকার ১৫টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে হতদরিদ্র পরিবারের লোকজনের কাছে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপি’র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান । তিনি ইতোমধ্যে ২ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আরও ৫ হাজার পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পবিত্র রমজানের মধ্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতোমধ্যে নিজ উদ্যোগে ৩ হাজার প্যকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। জানা যায় তার এ সাহায্য সহায়তা অব্যাহত থাকবে। আল ফাতাহ খান জানান দেশের এই সংকটময় মুহুর্তে কর্মহীন মানুষ যাতে খাদ্য কষ্ট না পায় সেই লক্ষ্যে তিনি ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যতদিন স্বাভাবিক পরিস্থিতি না আসবে ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও নগদ অর্থ।এর আগেও যখন কোন দুর্যোগ এসেছে তখনি জাতিয়তাবাদী জননেতা ফাতাহ খান এগিয়ে এসেছেন নিজ এলাকাবাসীর সাহায্যার্থ্যে।