মিঠামইনের ঘাগড়ায় রাস্তা নির্মাণ কাজ সমাপ্তের পথে
আপডেটঃ 3:49 pm | May 07, 2020

মোক্তার হোসেন গোলাপ মিঠামইন প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাটুরিয়া নদীর তীরে ৪কিলোমিটার লম্বা রাস্তা নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পথে। নির্মাণ শেষে কেওয়ারজোর ও ঘাগড়া ইউনিয়নের জনসাধারণ ১২মাস গাড়ি যোগে যাতায়াত করা সম্ভব হবে।
জানা গেছে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে মালিকের দরগা পর্যন্ত ৪কিলোমিটার লম্বা রাস্তা নির্মাণ কাজে অর্থ খরচ ধরা হয়েছে প্রায়১০ কোটি টাকা । বর্ষার পানি আসার আগেই রাস্তায় মাটি ভরাট এবং রাস্তায় সিসি ব্লক বসানোর কাজ সমাপ্তির পথে।আর কয়েক দিন কাজ চলবে।রাস্তারউপরের অংশের কাজের শেষে ঘাগড়া ইউনিয়নের ও কেয়ারজোর ইউনিয়নের জনসাধারণের পায়ে হাটার দু:খ থাকবে না।৪চাকা গাড়ি নিয়ে ১২মাস যাতায়াত করা সম্ভব হয়ে উঠবে । চার গ্রামের ও পাথারকান্দি গ্রামের লোকজন দাবি তুলেছেন চার গ্রাম থেকে ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণের। এতে ধোবাজোড়া ও সিহাড়ার গ্রামের লোকজন ও যাতায়াত করতে পারবে ।