কৃষ্টপুরে ১০ বছরের জমাকৃত ময়লারস্তুপ পরিস্কার করলেন মেয়র টিটু
আপডেটঃ 4:09 pm | May 08, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু নিজে উপস্থিত থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে নগরীর কৃষ্টপুর দিল রওশন মসজিদ সংলগ্ন কৃষ্টপুর ডিফেন্স পার্টির পাশে বিগত দশ বছরের জমাকৃত ময়লারস্তুপ গুলো পরিষ্কার পরিচ্ছনতা অভিযান চালিয়ে অপসারন করান। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কালে ডেঙ্গু ও করোনা ভাইরাস সম্বন্ধে গনসচেতনতা মূলক বক্তব্য রাখেন। এসময় ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: হাবিবুর রহমান হবি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।