আহত সাংবাদিক জুয়েলের পাশে দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক প্রদীপ ভৌমিক, দৈনিক শাশ্বত বাংলার সম্পাদক মো: রবিন
আপডেটঃ 1:13 am | February 26, 2016

অজয় সরকার : দৈনিক দেশজনতা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো: মোশারফ হোসেন জুয়েল সাচিব এর মহাসচিব অধ্যাপক ডা. এম.এ. আজিজ এর সংবর্ধনা অনুষ্ঠানে কর্তব্যরত দায়িত্বপালন কালে ময়মনসিংহ শম্ভুগঞ্জ কুড়ের পাড় সংলগ্ন অটোবাইক গাড়ী উল্টে গেলে পা ভেঙ্গে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত ডাক্তাররা তাকে পায়ে বেন্ডিস করে হাসপাতাল ত্যাগ করার অনুমতি দেয়। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। সাংবাদিক মো: জুয়েলকে ময়মনসিংহের দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক শ্রী প্রদীপ ভৌমিক ও শাশ্বত বাংলার সম্পাদক মো: রবিন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি শ্রী অজয় সরকার, ৬০ নং রাম বাবু রোডস্থ (বাগানবাড়ী)তে আহত জুয়েলকে দেখতে যান। এই সময় আলোকিত ময়মনসিংহের সম্পাদক ও দৈনিক শাশ্বত বাংলার সম্পাদক তার পরিবারের খোঁজখবর নেন। সম্পাদক প্রদীপ ভৌমিক বলেন, ময়মনসিংহের সাংবাদিকগন অসুস্থ অথবা কোন দূর্ঘটনায় আহত হলে সম্পাদকদের তার সাহায্যে এগিয়ে আসা উচিত। প্রদীপ ভৌমিক সাংবাদিক জুয়েলকে শান্তনা দেন ও সর্বপ্রকার সাহায্য করার আস্বাস প্রদান করেন। শাশ্বত বাংলার সম্পাদক বলেন, সাংবাদিক হচ্ছে একজন কলম সৈনিক ও জাতির বিবেক। ময়মনসিংহের সাংবাদিকদের বিপদের সময় সম্পাদক সহ ময়মনসিংহের সাংবাদিকদের এগিয়ে আসা উচিত।