সিটি কলেজিয়েট স্কুল ময়মনসিংহ বন্ধু-৯৫ উদ্দ্যেগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ
আপডেটঃ 7:19 pm | May 09, 2020

সিটি কলেজিয়েট স্কুল ময়মনসিংহ বন্ধু-৯৫ এর উদ্দোগে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় কর্মহীনদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ত্রাণ বিতরন করেন ময়মনসিংহ সিটি করর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, এসময় চেম্বার অফ কর্মাসের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা , বন্ধু ৯৫ এর মধ্যে ডাঃ সৌমিএ ভট্টাচার্য (মচিমহা), পার্থ ঘোষ ,রফিকুল ইসলাম, স্বপন সাহা জীবন, কৃষ্ণ পাল, ফজলু, হুমায়ূন, এবং প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক ইন্জিঃ মোঃ মোবারক হোসেন অনাদীসহ অনেকে উপস্থিত ছিলেন।