ভালুকায় ত্বাকওয়া ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখা সেচ্ছাসেবীদের সহযোগীতায় করোনায় মৃত্যু পুলিশ সদস্যের জানাযা ও দাফন সম্পন্ন
আপডেটঃ 12:53 pm | May 11, 2020

ভালুকায় ত্বাকওয়া ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখা সেচ্ছাসেবীদের সহযোগীতায় করোনায় মৃত্যু পুলিশ সদস্যের জানাযা ও দাফন সম্পন্ন।
পুলিশ সদরদপ্তর থেকে জানাযায়,
শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয় ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনা ভাইরাস (কভিড-১৯) পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পূর্ব ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ সদস্য জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা ১১নং রাজৈ ইউনিয়ন উড়াহাটী গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে আনা হয়।
শনিবার দিবাগত রাত একটার সময় তার গ্রামের নিজ বাড়িতে উপজেলা প্রশাসন ও ভালুকা মডেল থানার ব্যবস্থাপনায় ত্বাকওয়া ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখা স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।