আপডেটঃ 6:58 pm | February 29, 2016
ভালুকা প্রতিনিধিঃ ভালুকার উপজেলার ধীতপুর গ্রামের কয়েকশ কৃষক ফসলী জমিতে বিল দখলকারীদের দ্বারা জলাবদ্ধতা তৈরীর প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী পালন ও নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি ২৯ ফেব্র“য়ারি সকাল ১১ টার দিকে প্রদান করেছে।
ধীতপুর ও পানিহাদী গ্রামের কৃষকরা জানান স্থানীয় নজরুল ইসলাম ওরফে পাকাসাব নামে এক ব্যক্তির সহযোগিতায় ঢাকার জনৈক পি ডি চয়ন দাস এলাকার কিছু লোকের নিকট থেকে শর্ত সাপেক্ষে মৎস্য চাষের জন্য বড় বোয়ালী বিলের আংশিক জমি ভাড়া নেন। পরবর্তীতে অন্যান্য কৃষকের জমি সহ বাঁধ দিয়ে ফেলায় ও জমি খনন করায় জলাবদ্ধতার কারনে অনুমান ৪/৫ শ একর জমি ধান চাষে হুমকির মুখে পরে যায়। চলতি মৌসুমে অনেক কৃষকের রোপনকৃত বোর ধানের চারা জলাবদ্ধতার কারনে নষ্ট হয়ে গেছে। এসবের প্রতিবাদ করলে পাকাসাব তার লোকজন নিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ নানা রকম হয়রানী করে থাকে বলে কৃষকদের অভিযোগ। এলাকাবাসী প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার না পেয়ে তাদের ধানী জমি রক্ষায় সোমবার ভালুকা উপজেলা পরিষদ চত্তরে শান্তিপুর্ণ মানব বন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে মোবাইল ফোনে নজরুল ইসলাম ওরফে পাকা সাবের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।