মচিমহার নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির কে ফুলেল শুভেচ্ছা
আপডেটঃ 10:18 pm | July 19, 2020

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির কে ফুল দিয়ে বরণ করে নেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) ময়মনসিংহ শাখা। এ সময় স্বানাপ নেতৃবৃন্দের কথা শোনেন এবং দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
স্বাধীনতা নার্সেস পরিষদ স্বানাপ এর পক্ষ থেকেপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।স্বানাপ এর সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হুসেন এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, মোহনেছ মুক্তা সহসভাপতি, তৌহিদ মুহাম্মদ জুয়েল, রাফাত উল্লাহ,ফরহাদ হোসেন, প্রহেলিকা বেলা সহ সাংগঠনিক সম্পাদক নুরজাহান নুপুর, দূর্যোগ বিষয়ক সম্পাদক আম্বিয়া আক্তার পলি, সমাজকল্যান সম্পাদক আশরাফুল কামাল রতন, প্রচারসম্পাদক সজিব হোসেন ক্রিড়া সম্পাদক এবং সদস্যবৃন্দ।