আপডেটঃ 6:19 pm | March 03, 2016
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাচবাংলার এটিএম বুথে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দু’টি ট্রাঙ্ক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী কড়ইতলা নামক গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী কড়ইতলা নামক গ্রাম থেকে পুলিশ ট্রাঙ্ক দু’টি উদ্ধার করে।
তবে বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।
জানাযায়, ২ টি ট্রাংকের মধ্যে একটির তালা ভেঙ্গে অপর ট্রাংক বিশেষ কৌশলে খুলে ভিতরে রক্ষিত টাকা নিয়ে খালি ফেলে রেখে যায়। ট্রাংকের ভিতর থেকে পুলিশ ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম শপিং কার্ড নাম্বার ০১২ ০১৮৯ ২৪১২ যার হিসাব নং-১৮২১০৩১২১৪৩৮ উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানায়, বৃহস্পতিবার ভোরে আছিমের বাঁশদীর কড়ইতলা গ্রামের হাফেজ ইউসুফ আলী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মামুনের পুকুরে দুটি বস্তু ভাসমান দেখে ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। থানার এ এস আই মোর্শেদ আলম পুকুর থেকে ট্রাঙ্ক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, কালিয়াকৈর থানা পুলিশকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা এসব নিয়ে যেতে ফুলবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।
উলে¬খ্য, গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি ডাচ্বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকতি হয়। ডাকাতদল ট্রাঙ্ক ভর্তি কোটি টাকা লুট করে নিয়ে যায়। এ খালি ট্রাঙ্ক দুটি ঐ বুথের বলে ধারনা করা হচ্ছে।