চৌধুরী মুহাম্মদ ইসহাক‘র পুর্বপুরুষদের আতœার মাগফিরাত কামনা করে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আপডেটঃ 2:20 am | March 06, 2016

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রাদেশিক পরিষদ বাস্তবায়ন সংগঠনের প্রধান উপদেষ্টা, ইসহাক এসোসিয়েট কনসালট্যান্টেস এর প্রধান উপদেষ্টা চৌধুরী মুহাম্মদ ইসহাক এর সাহেবের পুর্বপুরুষ মরহুম মানিক মুন্সী, মরহুম কলিম উদ্দিন মুন্সী, মরহুম ছলিম উদ্দিন মুন্সী, মরহুমা ফারমান নিসা, মরহুমা আলহাজ্ব মরিয়ম নিসা, মরহুমা রহমতুন নেসার বংশধর যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের আতœার মাগফিরাত কামনা করে তাদের আওলাদগনের উদ্যোগে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খানী ও দোয়া মাহফিলে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: আব্দুর রউফ, চৌধুরী মুহাম্মদ ইসহাক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তাদেও পুর্বপুরুষ অবিভক্ত বাংলার বৃহত্তর ময়মনসিংহের এমএলএ ছিলেন হাজী মুহাম্মদ আব্দুল হাকিম।