আপডেটঃ 6:56 pm | March 06, 2016
হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির নির্বাচন গত ৫ মার্চ উপজেলা হলরুমে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। মোঃ রইছ উদ্দিন বাইসাইকেল ও মোঃ হাবিবুল আলম মোমবাতি প্রতিকে ৫০টি করে সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের প্রার্থীতা সাময়িক স্থগিত করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া আনারস প্রতিকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আব্দুল হাই আকন্দ ছাতা প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রিপন চন্দ্র হুড় হরিণ প্রতিকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ সোহেল রানা হাঁস প্রতিকে পেয়েছেন ৩৫ ভোট। অর্থ সম্পাদক পদে মোঃ আবু বকর সিদ্দিক ফুটবল পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ শেখ সাদী মোরগ প্রতিকে পেয়েছেন ৩১ ভোট। এ সময় নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রুবেল মিয়া, প্রিজাইডিং অফিসার ছিলেন অফিস সহকারী মোঃ জালাল উদ্দিন, পোলিং অফিসার উপজেলা শিক্ষা অফিস মোঃ খায়রুল ইসলাম। ১০১জন ভোটারের মধ্যে ১০০জন ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।