আপডেটঃ 8:11 pm | March 07, 2016
মোঃ মেরাজ উদ্দিন বাপ্পি : ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন আরিফ এর উদ্বোগে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন দিবস উপলক্ষে ময়মনসিংহে ভাষা সৈনিক অ্যাডভোকেট মোস্তফা এম. এ. মতিন স্মৃতি পাঠাগারে ১৯৭১ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিপুল পরিমাণ বই প্রদান করা হয়।
সোমবার বিকেলে শহরের শিল্পাচার্য জয়নুল উদ্যানে ভাষা সৈনিক অ্যাডভোকেট মোস্তফা এম. এ. মতিন স্মৃতি পাঠাগারে পক্ষে বই গ্রহণ করেন লাইব্রেরিয়ান ফারজানা ইয়াসমিন চুমকি ও মো: আব্দুল মালেক।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ ভৌমিক, মহানগর যুবলীগ নেতা রেজাউল করিম রাসেল, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন রানা, আশিক মাহামুদ, মো: বরকত উল্লাহ, রুবেল আহম্মেদ, নাসির উদ্দিন হিরা, তানভির জুবায়ের, কায়সার আহম্মেদ ইরান প্রমুখ।
বই গুলো হল আমি বিজয় দেখেছি, যারা ভোর এনেছিল, দ্যা রেইপ অব বাংলাদেশ, ঐতিহাসিক ৭ই মার্চ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ৭১ এর দিন গুলি, বাংলার জাগরন, দেয়াল, মুক্তিযুদ্বের ইতিহাস ও বীর শ্রেষ্ঠ গন, কথার যতœ, একাত্তরের চিঠি, চাকরির বিধানাবলী, দুনিয়ার সারা জাগানো হাসি।

উল্লেখ্য, ২১ ফেব্র“য়ারী রোববার বিকেল ৫টার দিকে শহরের শিল্পাচার্য জয়নুল উদ্যানে ভাষা সৈনিক অ্যাডভোকেট মোস্তফা এম. এ. মতিন স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।