আপডেটঃ 7:27 pm | March 11, 2016
মোঃ মেরাজ উদ্দিন বাপ্পি: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছানোর আপাতত কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারনে যদি কাউন্সিলে সমস্যা হয় তাহলে তা বিবেচনায় আনা হতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। একক ভাবে কারো পক্ষে কাউন্সিল পেছানো সম্ভব নয় বলে জানান জনপ্রশাসন মন্ত্রী।

শুক্রবার বিকেলে নবগঠিত দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে বিভাগীয় কমিশনার ও অন্যান্য বিভাগীয় কার্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ভালুকা আসনের সংসদ সদস্য ডা. আমান উল্লাহ এমপি, ফুলপুর আসনের সংসদ সদস্য শরিফ আহম্মেদ, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফকরুল ইমাম, জেলা পরিষদের প্রশাষক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. জহিরুল হক খোকা, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দীন আব্দুল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ জিল্লার রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমন মুন্সী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: ইকরামূল হক টিটু, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ বলেন, ময়মনসিংহ বিভাগের উন্নয়নের জন্য যা যা দরকার সবকিছু করা হবে। ব্রহ্মপুত্র নদ মাঝে রেখে অপর দিকে নতুন শহর গড়ে তোলা হবে। শহরের রাস্তাঘাট প্রশস্ত করা হবে। এতে দুয়েকটা ঘরবাড়ি ভাঙ্গা পড়লেও বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে হবে।
জনপ্রশাসনমন্ত্রী জানান, নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় শহরের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দু’পাড়েই শহরকে সাজানো হবে।

পরে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরারুল ইসলামের নেতৃত্বে অন্যান্য মন্ত্রী ও সচিবরা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জন্য ব্রহ্মপুত্রের উত্তরপাড় চর কালিবাড়ী, চর সেহড়া ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চায়না মোড়সংলগ্ন স্থান পরিদর্শন করেন।
তবে এদিকে আগামী ২৮ মার্চ সকাল ১০টায় আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।