টুঙ্গিপাড়ায় স্বাচিপের সাতদিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্ধোধন
আপডেটঃ 2:59 pm | March 20, 2022

ইব্রাহিম মুকুট,ময়মনসিংহ ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সাতদিন ব্যাপী মেডিকেল ক্যাস্পের শুভ উদ্ধেধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্ধোন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ ফজুলুল করিম সেলিম এমপি। উদ্ধোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ উপস্থিত ছিলেন।সাতদিন ব্যাপী কর্মসূচির উদ্ধোধনী দিনে নিউরো সার্জারী বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন,চক্ষু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডা এমএ আজিজ, নাক কান গলা বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সহ সভাপতি নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নুরুল ফাত্তাহ রুমি, ডাঃ আব্দুল কুদ্দুস সোহাগ, গাইনী বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডাঃ দিলরুবা আক্তার, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন এনআইসিভিডি শাখার স্বাচিপ আহ্বায়ক ডাঃ কাজল কুমার কর্মকার, শিশু রোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডাঃ শেখ মোঃ আব্দুল আল মাহমুদ সহ ঢাকার থেকে আগত বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল ১০ টায় শুরু হওয়া হেলথ ক্যাম্পের প্রথম দিন ৪৯৩জন রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্য ঔষধ গপ্রদান করা হয় । উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএ-র মহাসচিব অধ্যাপক ডাঃ ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, আব্দুর রউফ সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডাঃ এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মিটির সদস্য সহযোগী অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডাঃ দিলরুবা আক্তার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেনসহ বিভিন্ন জেলার স্বাচিপের নেতাকর্মীরা। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
