পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মসিক মেয়র ইকরামুল হক টিটু
আপডেটঃ 12:55 pm | June 16, 2022

মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ নগরীর পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বাষিক মিলাদ ও দোয়া মাহফিল ১৫ জুন দুপুর ১২টায় পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান পারভেজ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সানজিদা রহমান। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নৌসিন তাবাসসুম রোমকি। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যাক্ত করেন জোনাকি। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাও মো: শরাফ উদ্দিন। এ সময় ১৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর জামাল হোসেন রোজ, আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, সাধারন সম্পাদক দুলাল উদ্দিন দুলাল, সহসভাপতি সরোয়ার হোসেন সুরু, আওয়ামীলীগ নেতা দুলাল, কামরান, যুবলীগ নেতা আনিস, জাপা নেতা শাহজাহান, সমাজ সেবক আব্দুর রশিদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল, সহকারী প্রধান শিক্ষক শুক্লা রানী বন্দ্য সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।