আপডেটঃ 6:51 pm | March 13, 2016
মো: নাজমুল হুদা মানিক ॥ আলোর পথে হিজরা সমাজ কল্যান সংস্থার নৃত্য উৎসব উদ্বোধন করেন দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ চেম্বার অব কমার্সের পরিচালক প্রদীপ ভৌমিক। তিনি বলেন, সাংস্কৃতি মানুষকে পরস্পরের কাছে নিয়ে আসে। শিল্পীরা প্রত্যেক মানুষকে নি:স্বার্থ ভাবে ভালবাসতে শিখে। তিনি হিজড়াদের উদ্যেশ্যে বলেণ, আপনারা শিল্প ও সাংস্কৃতির চর্চা করে যান আমি আপনাদের পাশে থাকব।
এসময় নৃত্য পরিচালক মানষ, শারমিন আক্তার আফসানা, সংগঠনের উপদেষ্ঠা মমতা, সংগঠনের সভাপতি সালমা শেখ, সহ-সভাপতি আশা, সেক্রেটারী সন্ধা, সহ-সেক্রেটারী মেরিনা, দপ্তর সম্পাদক সুমী, অর্থ সম্পাদক পিয়াংকা, সাংগঠনিক সম্পাদক রসনা, প্রচার সম্পাদক খাইরুন সুন্দরী, কার্যকরী সদস্য ডায়না, পারুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নৃত্য পরিবেশন করেন পিয়াংকা, সালমা, রাইমা, মেঘলা, আলপনা, আকাশী, খাইরুন সুন্দরী প্রমুখ।