আপডেটঃ 3:57 am | March 17, 2016
মোনালিসা : ১৮ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী টুর্নামেন্টের সার্বিক কর্মকান্ড তুলে ধরেন। তিনি জানান, ১৮ মার্চ শুক্রবার বিকাল ৩টায় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী আলহাজ¦ অধ্যক্ষ মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এড. প্রমোদ মানকিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সি (টিপু)। বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ (জিএমসিসি) ঢাকা এর আয়োজনে ও জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় টুর্নামেন্টে বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলা একাদশ অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হারুন অর রশিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাহবুব রেজা করিম মুরাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওমর হায়াত খান নঈম, সাধারণ সম্পাদক মুর্শেদ জাহান ফরিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। ফাইনাল খেলা টাঙ্গাইল জেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। দীর্ঘদিন পর একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে জেনে ফুটবল প্রেমিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।