আপডেটঃ 9:11 pm | March 18, 2016
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় আয়শা আক্তার (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আয়শা আক্তার উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
শুক্রবার বিকেলে গৌরীপুরের মাইজহাটি এলাকার আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দত্তপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার এসআই গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কিশোরগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।