আপডেটঃ 7:27 pm | March 20, 2016
স্টাফ রিপোর্টার : সরকার প্রতিশ্র“ত ৮ম বেতন স্কেলে বেসরকারী শিক-কর্মচারীদের অন্তভূক্তির দাবিতে বাংলাদেশ শিক সমিতি(ফেডারেশন ভূক্ত)ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে শিকদের দাবি মানতে হবে,নতুন বেতন স্কেল দিতে হবে এই স্লোগানকে সামনে নিয়ে এক বিােভ মিছিল বের হয়।
২০মার্চ সকাল ১১টায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরকার প্রতিশ্র“ত ৮ম বেতন স্কেলে বেসরকারী শিক, কর্মচারীদের অন্তভূক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক সমিতি (ফেডারেশন ভূক্ত) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জি.এম মোফাছেরুল রহমান মঞ্জু, সহ সভাপতি পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মাহাবুবুল আলম তরফদার, সিটি স্কুলের প্রধান শিক টি.আই.এম বদরুলাহ ফরহাদ, কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুলতান উদ্দিন আহমেদ, প্রধান শিক মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক মোঃ চাঁন মিয়া ফকির, সহকারী শিক মোঃ সাইদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন চর খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ শহিদুল ইসলাম।