লাহোরে হামলায় প্রধানমন্ত্রীর শোক
আপডেটঃ 3:15 pm | March 29, 2016

আলোকিত ময়মনসিংহ নিউজ ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি গণউদ্যানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭২ জন নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে শেখ হাসিনা এর কড়া নিন্দাও জানান।
সোমবার (২৮ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ নওয়াজ শরীফের কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখের সময়ে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে রয়েছি।
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাদের পরিবার যেন শোক কাটিয়ে উঠে সে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।