আপডেটঃ 9:12 pm | April 01, 2016
নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউপিতে রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি), নায়েকপুর ইউপিতে মোঃ আতিকুর রহমান রুমান (বিএনপি), তিয়শ্রী ইউপিতে ফখর উদ্দিন আহম্মেদ (স্বতন্ত্র/ বিএনপি বিদ্রোহী), মাঘান ইউপিতে জিএম শামছুল আলম চৌধুরী (আওয়ামীলীগ), গোবিন্দশ্রী ইউপিতে একেএম নুরুল ইসলাম (আওয়ামীলীগ), মদন ইউপিতে বদরুজ্জামান শেখ মানিক (স্বতন্ত্র / বিএনপি বিদ্রোহী), চাঁনগাও মোঃ নুরুল আলম তালুকদার (বিএনপি) ও কাইটাইল ইউপিতে মোঃ সাফায়তা উল্লাহ (আওয়ামীলীগ)।
আটপাড়ার স্বরমুশিয়া ইউপিতে মোঃ আব্দুছ ছাত্তার (আওয়ামীলীগ), শুনুই ইউপিতে মোঃ ছানোয়ার উদ্দিন (আওয়ামীলীগ), লুনেশ্বর ইউপিতে মোঃ মাহফুজুল ইসলাম খান (আওয়ামীলীগ), বানিয়াজান ইউপিতে মোঃ ফেরদৌস রানা আঞ্জু (আওয়ামীলীগ), তেলিগাতী ইউপিতে মোহাম্মদ জাহাঙ্গীর হাসান (আওয়ামীলীগ), দুওজ ইউপিতে আব্দুস সেলিম (আওয়ামীলীগ), সুখারী ইউপিতে মোঃ কফিল উদ্দিন খোকন তালুকদার (আওয়ামীলীগ)।