মালয়েশিয়া যাচ্ছেন আরিফিন শুভ
আপডেটঃ 3:10 pm | April 04, 2016

ঢাকাই ছবির এ সময়ের ব্যস্ততম অভিনেতা আরিফিন শুভ মালয়েশিয়া যাচ্ছেন। তবে ব্যক্তিগত কোন কাজে নয়। ‘ঢাকা অ্যাটাক’ ছবির গানের শুটিংয়ের জন্য।
তিনি এ বিষয়ে গতকাল ২ এপ্রিল প্রিয়.কমের সাথে আলাপকালে জানিয়েছিলেন ৩ এপ্রিল পাসপোর্ট হাতে পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিবো। কবে আমরা ঢাকা ছাড়ব। তবে সেটি খুব শিগগিরই হবে।
এদিকে আরিফিন শুভর নতুন ছবি প্রেক্ষাগৃহে আসছে। ২২ এপ্রিল মুক্তি পাচ্ছে মুসাফির। পরিচালক আশিকুর রহমান। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবির প্রযোজক জুবায়ের আলম। মুসাফির ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন নবাগত মারজান জেনিফা।
ছবিতে আরও আছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ। ছবিতে রয়েছে প্রেম, কমেডি আর অ্যাকশন। পাশাপাশি আছে একটি ভ্রমণ। প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস।