আপডেটঃ 7:56 pm | April 04, 2016
মো: মেরাজ উদ্দিন বাপ্পি: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহ দনি জেলা বিএনপি বিােভ সমাবেশে করেছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়েজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় বিােভ সমাবেশ ও কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, এ.কে.এম মাহবুবুল আলম মাহবুব, রতন আকন্দ, নজরুল ইসলাম ভুইয়া, শেখ আব্দুল আজিজ, নাজিম উদ্দিন খান, আবু সাঈদ, রফিকুল আলম শামীম, শামসুল আলম উজ্জ্বল, সাদেকুর রহমান, সাইফুল ইসলাম বাদল, সিদ্দিকুর রহমান মিন্টু, মোজাম্মেল হক টুট। এসময় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ সানোয়ার, দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফ রব্বানী।
বিএনপির সভাপতি এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ বলেন এদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্রের আন্দোলন চলছে-চলবে।
তিনি আরও বলেন এদেশের মুক্তিকামী মানুষের কোন আন্দোলনই বৃথা যায় নাই। আমরা আশা করি “রাতের পর সকাল হবেই ইন্শাল্লাহ”।