গান তাদের, মডেলও তারা
আপডেটঃ 8:41 pm | April 07, 2016

শিল্প ও বিনোদন প্রতিবেদক : ‘বেসামাল মন’। আসিফ-আঁখির নতুন গানের শিরোনাম। গানটির রেকর্ডিং বেশ আগেই শেষ হয়েছে। গতমাসে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেলিংও করছেন তারা। কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হয়েছে।
আঁখি আলমগীর বাংলামেইলকে জানালেন, মিউজিক ভিডিওর সব কাজ শেষ। কালকের মধ্যেই ইউটিউবে গানটি রিলিজ দেবো।’ গানটি লিখেছেন সুর করেছেন প্রীতম। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন ইয়ামিন এলান।
আঁখির সঙ্গে গান করা প্রসঙ্গে আসিফ জানিয়েছেন, ‘ক্যারিয়ারের দীর্ঘসময় একসাথে পথ চললেও গান গেয়েছিলাম মাত্র একখানা, যেটা অনুল্লেখযোগ্য। এটা নিয়ে হয়তো লীডারের(আঁখি) অভিমান ছিলো,নয়তো আমারই ভুল ছিলো । গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি।
উল্লেখ্য, আসিফের সঙ্গে যৌথভাবে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’ শিরোনামে একটি অ্যালবামের কাজ করছেন আঁখি। ‘বেসামাল মন’ সেই অ্যালবামেরই একটি গান।