১৫০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেটঃ 3:59 pm | April 09, 2016

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে শহরের চরপাড়া পাঁচতারা হোটেলের সামনে থেকে দেড়’শ পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি।
শুক্রবার দিনগত রাতে শহরের চরপাড়া পাঁচতারা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। হেলাল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন।
তিনি জানান, শনিবার সকালে মাদক আইনে দায়ের করা একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।