ময়মনসিংহে হৃদয় নামে এক ছিনতাইকারী আটক
আপডেটঃ 7:11 pm | April 09, 2016

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ২নং পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে হৃদয় (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের গুলকিবাড়ি প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে হৃদয় নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী শহরের কলেজ রোড এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।
২নং পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) ফারুক হোসেন জানান, ছিনতাইয়ের পাশাপাশি হৃদয় গুলকিবাড়ি এলাকার মহিলা হোস্টেলের ছাত্রীদেরকে প্রতিদিনই উত্যক্ত করতো। তাকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।