মুক্তাগাছার নতুন ইউএনও জুলকার নায়ন
আপডেটঃ 6:16 pm | April 10, 2016

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ জুলকার নায়ন। তিনি এর আগে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার নতুন কর্মস্থল মুক্তাগাছায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করবেন। তিনি বিদায়ী ইউএনও ড. উম্মে আফসারী জহুরার স্থলাভিসিক্ত হলেন।
প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসে যোগদান করার পর, বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন তাকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেন।
মোঃ জুলকার নায়ন ঝিনাইদহ সদরে প্রায় তিনবছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
চাপাই নবানগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মোঃ জুলকার নায়ন জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোঃ নূরুন নবী। জুলকার নায়নের স্ত্রীর নাম আফরোজা বেগম। তাদের একমাত্র কন্যার নাম আদিবা।