ভূমিকম্পে পাকিস্তানে নিহত ২, আহত অন্তত ১০
আপডেটঃ 7:08 pm | April 10, 2016

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় মাত্রা ৬ দশমিক ৬। এই ভূকম্পন তিন মিনিট স্থায়ী ছিল বলেও ইউএসজিএস উল্লেখ করেছে।
এতে পাকিস্তানে দুইজন নিহত ছাড়াও ছয় আহতকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ারের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকিরা অন্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ অতঙ্কিত হয়ে ওঠেন। তারা বাসা-বাড়ি-অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান।