পেশাদারিত্বই প্লেয়ার্স বাই চয়েজের প্রধান উদ্দেশ্য: পাপন
আপডেটঃ 7:13 pm | April 10, 2016

আলোকিত ময়মনসিংহ : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সব চাইতে মর্যাদা পূর্ণ লিগ ‘ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট’। আর এই লিগে পরিপূর্ণ পেশা দারিত্ব আনতেই প্লেয়ার্স বাই চয়েজের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘আগে যেখানে প্লেয়াররা ঠিকমত তাদের পেমেন্ট পেতেন না বা কেউ অনেক টাকা পেলে বাকিরা কম পেতেন প্লেয়ার্স বাই চয়েজ সেই জটিলতার অবসান করবে।এছাড়াও প্লেয়ারদের আয় যদি ট্যাক্সঅ্যাবল হয়, তাহলে সরকারও তাদের টাকা থেকে উপকৃত হবে।