ময়মনসিংহেও ইলিশ ছাড়া পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত
আপডেটঃ 2:23 pm | April 12, 2016

স্টাফ রিপোর্টার : জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাটকা ও মা ইলিশ রার মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সরকারের আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন এবার ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদযাপন করবে।
সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী (জেলা প্রশাসন ময়মনসিংহ) নামে এক ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। পাশাপাশি অন্যদেরও একই পন্থা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে ময়মনসিংহ জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা প্রশাসনের স্ট্যাটাসে লেখা হয়েছে জেলা প্রশাসন ময়মনসিংহ এর প থেকে নববর্ষ ১৪২৩ উদযাপনের কোন আয়োজনে এবার ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইলিশের প্রজনন মাসে ইলিশ ধরাকে নিরুতসাহিত করা এবং ইলিশের প্রজনন বৃদ্ধির স্বার্থে জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে ময়মনসিংহবাসীর সমর্থনের প্রত্যাশায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ময়মনসিংহ জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ জেলাবাসী।