ভালুকায় আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীদের মানব বন্ধন
আপডেটঃ 8:49 pm | April 21, 2016

ভালুকা প্রতিনিধি: ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকা চৌরাস্তায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।
মানব বন্ধন চলাকালে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নিজাম উদ্দীন অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্ধের কোন সিদ্ধান্ত ছাড়াই মোটা অংকের টাকার বিনিময়ে হবিরবাড়ী ইউনিয়ন হতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মনোনীত করার সুপারিশ পাঠানো হয়েছে। ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, গত ১১ এপ্রিল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হলেও পরবর্তীতে ভোট হবে বলে নির্ধারিত ফরমে সকলের নিকট থেকে ওই সভায় স্বার নেয়া হয়। প্রার্থী বাছাইয়ে পরবর্তীতে আর কোন সভা না করেই রহস্য জনক ভাবে প্রার্থী মনোনয়ন করে সুপারিশ পাঠানো হয়েছে। একই বক্তব্য রাখেন ৬ নং ভালুকা ইউনিয়নের আওয়ামীলীগ হতে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আফজাল হোসেন। তিনি জানান বি এন পি সংগঠনের সাথে রাজনৈতিক সমপৃক্ততা রয়েছে এমন একজন ব্যক্তিকে মোটা অংকের টাকার বিনিময়ে একই কায়দায় মনোনয়নের জন্য চুড়ান্ত করে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের সব গুলিতেই একই অভিযোগ উঠেছে।