শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে টপকে র্যাংকিংয়ে পাঁচে বাংলাদেশ
আপডেটঃ 6:26 pm | April 25, 2016

আইসিসি’র ওয়ানডে র্যাংকিংয়ে সাত থেকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও র্যাংকিংয়ের হালনাগাদ তথ্যের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত প্রকাশ করেনি ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা।
বছরের একটা পর্যায়ে র্যাংকিংয়ের হালনাগাদ করে আইসিসি। এর মধ্যে কোনো ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই র্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে গেছে।
১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।
আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন এ খবর। হালনাগাদ করার সময় গত এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়।
হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ পড়েছে র্যাংকিংয়ে।