এই ৮টি ‘কমনসেন্স’ ক্যামেরার আয়ু বাড়াবে ৫০ বছর!
আপডেটঃ 6:56 pm | April 25, 2016

আমরা ছবি তোলার ফাঁকে ক্যামেরার লেন্সের ধূলা মুছতে প্রায়শই ব্যবহার করি শার্টের কোনা বা ওড়নার এক অংশ। কিন্তু সেটিও কি ধুলায় আবৃত নয়? এই অভ্যাসটি অচীরেই নষ্ট করে দেবে আপনার লেন্সের গ্লাসটিকে। কাপড়ের রুক্ষতা স্ক্র্যাচ ফেলে দেবে গ্লাসে। এই একই কারণে ডাক্তাররা চশমার গ্লাস কাপড় দিয়ে পরিষ্কার করতে নিষেধ করেন। ক্যামেরার লেন্স পরিষ্কার করতে ব্যবহার করুন লেন্স টিস্যু অথবা মাইক্রোফাইবার ক্লথ।
আমাদের হাত থেকে যেকোন বস্তু পড়ে যাওয়া খুবই সহজ। একটি ইলেকট্রনিক পন্য যদি হাত থেকে পড়ে যায় সেটির কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই বেল্ট ব্যবহার করুন, যাতে গলায় ঝুলিয়ে রাখতে পারেন। ক্যামেরাটি কেনার সময় সেটির সাথেই একটি দেওয়া হবে। তবে পরে প্রয়োজনে আরেকটি কেনা ব্যয় সাধ্য হতে পারে। তাই প্রথম থেকে বেল্টটিও যত্নে রাখুন এবং অবশ্যই ব্যবহার করুন।
ক্যামেরায় ছবি তুলে অনেক সময় দেখা যায়, ঢাকনাটি লাগাতে খেয়াল থাকে না। এটি কিন্তু খুব বড় ক্ষতি করবে আপনার লেন্সের। ক্যাপ বা ঢাকনা ক্যামেরাকে আগলে রাখে মায়ের মত। এর কারণেই লেন্সে ধূলা, তরল বা যে কোন ময়লা লাগে না। অবশ্যই ক্যামেরা ব্যবহারের পর প্রতিবার ঢাকনা লাগান এবং অবশ্যই এটি হারাবেন না। কারণ আলাদা কিন্তু কিনতে পাওয়া যায় না দরকারি জিনিসটি।
ক্যামেরাটির কি মূল্য মেমরি কার্ড ছাড়া? আপনি যখন কোন ছবি তোলেন সেই ছবি তথ্য আকারে জমা হয় ক্যামেরার মেমরি কার্ডে। লেন্স থেকে ক্যামেরায় তথ্য আদানপ্রদান চলে যখন ক্যামেরা চালু থাকে। ক্যামেরা চালু থাকা অবস্থায় আপনি যদি মেমরি কার্ড খুলে ফেলেন তাহলে ক্ষতি হয়ে যাবে ছোট্ট কিন্তু খুবই জরুরী এই জিনিসটির।
ক্যামেরার ব্যাটারিটিও কিন্তু একটি জরুরি অনুষঙ্গ। ক্যামেরার ভেতরে থাকতে থাকতে এর চার্জ শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ,ব্যবহার ছাড়াই শুধু রেখে দিলেও এমন হতে পারে। ব্যাটারিটি ঠিকমত চার্জ দিন এবং খুলে রাখুন। কারণ কোন কারণে ব্যাটারিটি ক্ষতিগ্রস্থ হলে তা ক্ষতি করতে পারে আপনার ক্যামেরাটিরও। নষ্ট হতে পারে আপনার মূল্যবান কিছু ছবি যা হয়ত মেমরি কার্ডে ছিল। তাই ব্যাটারিটির যত্ন নিন।
৭। এক হাতে ব্যবহার করবেন না
এক হাতে খুব স্টাইল নিয়ে ছবি তুলতে পছন্দ করেন হয়ত আপনি। আজই এই বদভ্যাসটি ত্যাগ করুন। ক্যামেরাটিকে যত যত্ন করবেন, ভালবাসবেন তত ভাল থাকবে এটি। দুই হাতে সুন্দর করে ধরে ছবি তুলুন। আর হ্যাঁ, আপনার ক্যামেরা ভুলেও অন্যদের হাতে দেবেন না। প্রিয় সব জিনিস ভাগ করে নিতে নেই।
৮। ব্যাগ ছাড়া রাখবেন না
কাজ শেষে অবহেলায় বাইরে ফেলে রাখবেন না ক্যামেরাটি। অবশ্যই ব্যাগে রাখুন। যত বেশী বাইরের ধূলা-ময়লা থেকে একে রক্ষা করবেন তত ভাল থাকবে এটি। তাই সবসময় গুছিয়ে রাখুন। ব্যাগে ঢুকিয়ে যত্নে রাখুন।