ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কামরুল ইসলাম
আপডেটঃ 6:48 pm | April 26, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পি: কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে ডিআইজি কনফারেন্স রুমে ওসি কামরুল ইসলাম এর হাতে সম্মাননা সনদ তুলে দেন ময়মনসিংহের রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার মইনুল হক সহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাযায়, তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানায় যোগদানের পর থেকে তার নেতৃত্বে শুরু হয় বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান। এছাড়া, থানার সার্বিক আইন-শৃংখলার উন্নয়নে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, বিভিন্ন শিা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, অধিক হারে গ্রেফতারি পরোয়ানা তামিল, নাম্বার বিহীন মোটরসাইকেল আটক করে সরকারি রাজস্ব আদায় করেন।