ছাত্র রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্র হতে হবে : সোহাগ
আপডেটঃ 10:16 pm | May 04, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পি: ছাত্র রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্র হতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। ছাত্রলীগের ইতিহাস ও ছাত্রলীগের ভবিষ্যৎ জনতে হবে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের যোগ্যতা তৈরী করতে হবে।
তিনি বলেন, ছাত্র সংগঠনের মুল লক্ষ হল মেধাবী ছাত্রদের সমন্বয়ে নিজেদের গড়ে তোলা, ছাত্র সমাজের দাবী আদায়ে ভুমিকা রাখা। ভবিষ্যৎ প্রজন্মের কর্নধার তোমরা, এখনই সিদ্বান্ত নিতে হবে নিজেদেরকে সমাজের উচ্চ স্তরে অধিষ্ঠিত করার অঙ্গিকার।
বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের (২০১৬) নবীনবরণ উপলক্ষে ’গাহি সাম্যের গান’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন বরন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আপেল মাহমুদের সঞ্চচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি মো: রকিবুল ইসলাম রকিব।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ আরও বলেন, যেখানে বাংলাদেশ ছাত্রলীগ নেই, সেখানে উন্নয়নের ধারা থাকতে পারে না। যেখানে বঙ্গবন্ধুর আদর্শ নেই, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না।
সোহাগ আরও বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের দেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে। বর্তমান সময়ে ছাত্রলীগ শুধু এশিয়ার নয় বরং বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন।
অনুষ্ঠানের প্রধান বক্তা এস এম জাকির হোসাইন নবীনদের উদ্দেশ্য বলেন, ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু, সহ-সভাপতি শোয়েবুল ইসলাম, নিশিতা ইকবাল নদী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম পিয়াস, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, উপ-সম্পাদক সুস্ময় দে, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম প্রিন্স, সহ-সম্পাদক মাহফুজ ইবনে রহমান বিপু, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুশি চৌধুরী, ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, সাধারন সম্পাদক ফয়জুর রাজ্জাক উষানসহ কেন্দ্রীয় ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
এর আগে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ বিশাল মটর সাইকেলের বহর নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দদের বরন করেন।