নূরজাহান বেগমের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর
আপডেটঃ 6:31 pm | May 09, 2016

ঢাকা: বেগম পত্রিকার সম্পাদক ও দেশের জ্যেষ্ঠতম নারী সাংবাদিক নুরজাহান বেগমের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ মে) প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরজাহান বেগমকে দেখতে পাঠান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মাহবুবুল হক শাকিল নুরজাহান বেগমের শয্যাপাশে কিছুটা সময় কাটান। শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় তিনি পরিবারের সদস্যদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরজাহান বেগমের অসুস্থতায় উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।