মাহে রমজান উপলে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী পৌর শাখার উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত
আপডেটঃ 8:08 pm | June 05, 2016

স্টাফ রিপোর্টার: আসন্ন মাহে রমজান উপলে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী, পৌর শাখার উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী ময়মনসিংহের বড় মসজিদ প্রাঙ্গন থেকে বাদ জোহর শুরু হয়ে শহর প্রদনি করে নতুন বাজার মোড়ে শেষ হয়। র্যালী পুর্ব সংপ্তি সমাবেশে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী, জেলা শাখার সভাপতি অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। বক্তাগন বলেন, মাহে রমজানের পবিত্রতা রা করুন। মসজিদে মসজিদে কুরআন শিা কার্যক্রমে অংশ গ্রহন করুন। কুরআনের মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন। দিনের বেলায় হোটেল রেস্তোরা খোলা রেখে বেলেল্লাপনা করা যাবেনা। দিনে হোটেল রেস্তোরা বন্ধ রাখুন। সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নেতৃবৃন্দ সকলের প্রতি আহবান জানান। র্যালীতে ইত্তেফাকুল ওলামা মোমেনশাহী পৌর শাখার সাধারন সম্পাদক মাওলানা রশীদ আহমাদ ফেরদাউস, আলহাজ্ব শাহ মোশাররফ হোসাইন, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।