আপডেটঃ 3:40 am | June 17, 2016
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক তিন সভাপতিকে সর্বহারা প্রধান জনৈক মেজর (অবঃ) জিয়া পরিচয় দিয়ে হত্যার হুমকি দিয়েছে। তিন নেতাই এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়ারি করেছেন।
বৃহস্পতিবার, ১৬-০৬-২০১৬ তারিখ সকাল ১১টা থেকে ১২ টার মধ্যে (০১৬৩১-৫৮৬৫১৭) নম্বর থেকে ময়মনসিংহের সাবেক এই ছাত্র রাজনীতির তিন নেতার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে নিজেকে সর্বহারা পার্টির প্রধান মেজর (অব.) জিয়াউদ্দিন নামে পরিচয় দিয়ে হুমকি দেয়।
তিন জন হলেন আমোকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক এম.এ. কুদ্দুস এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট এ.বি.এম নূরুজ্জামান খোকন।