হালুয়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আপডেটঃ 8:15 pm | July 20, 2016

হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদয্াপন উপলক্ষে বুধবার দুপুরে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই স্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিহাব উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ হেলালুজ্জামান সরকার।