জঙ্গিবাদের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে ময়মনসিংহে র্যাবের প্রচারাভিযান
আপডেটঃ 7:20 pm | July 31, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী:
জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রচারাভিযানের অংশ হিসেবে পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
রবিবার বিকেল ৪ টায় নগরীর টাউন হল মোড়ে ময়মনসিংহ র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. শরিফুল ইসলামের নেতৃত্বে জঙ্গিবিরোধী প্রচারাভিযান চালানো হয়। এ সময় পথচারীদের মাঝে কুশল বিনিময় এবং জঙ্গিবিরোধী লিফলেট বিতরণ করেন র্যাবসদস্যরা। পাশাপাশি মোড়ে মোড়ে পোস্টার ও বিভিন্ন যানবাহনে জঙ্গিবিরোধী স্টিকার লাগানো হয়।
এসময় মেজর (উপ-অধিনায়ক) সাহল, মেজর সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল, সিনিঃ এএসপি রাজিব, এএসপি (অপস্ অফিসার) সাজ্জাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ওইসব পোস্টার ও স্টিকারে লেখা আছে, ‘জঙ্গিবাদ জিহাদ নয়, মানুষ হত্যা পূণ্য নয়’, র্যাবকে তথ্য দিন, জঙ্গি ধ্বংসে অংশ নিন’, ‘জঙ্গি উৎস নির্মূল করি, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি’, ‘ভাড়াটিয়ার তথ্য নিন, জঙ্গি হলে ধরিয়ে দিন’, ‘আসুন জঙ্গিবাদ রুখে দাঁড়াই’।
প্রচারাভিযান পরিচালনা শেষে র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. শরিফুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনে দেশের সকল পর্যায়ের নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করতে আমাদের এই প্রচার অভিযান। তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সব শ্রেণী-পেশার সর্বস্তরের জনগন আজ জঙ্গিবিরোধী কর্মসুচি পালন করছে। যত বেশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেবেন, তত দ্রুত জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।