ময়মনসিংহের যুব সমাজের পক্ষ থেকে এল আই টি টিমের চার জন্য কে বিদায় সংবর্ধণা দেওয়া হয়
আপডেটঃ 7:59 am | August 06, 2016

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ যুব সমাজের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় পুলিশের বহুল আলোচিত এল আই টি টিমের এসআই মফিজুল ইসলাম ও এএসআই শামিম হোসেন সহ তাদেও সাথে থাকা সংগীয় ফোর্সদের বিদায় গণ সংবর্ধণা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে হিমু আড্ডা সংলগ্ন পার্কে জাহিদুল ইসলাম জীবনের সহযোগীতায় এসআই মফিজুল ইসলাম, এএসআই শামিম হোসেন, কনস্টেবল আব্দুল বাতেন, কনস্টেবল বিল্লাল হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলেদেন।
উল্লেখ্য, সৎ পুলিশ অফিসারের পুরস্কার পেয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি স্বর্ণ পদক পেয়েছেন। বৃহত্তর ময়মনসিংহ অপরাধ দমনের কাজে মাসিক গড় হিসাবে কত বার শ্রেষ্ঠ এসআই নিবাচিত হয়েছেন তা বলা বাহুল্য রাখেনা এসআই মফিজুল ইসলামের।