বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে : আরিফ
আপডেটঃ 2:06 am | August 13, 2016

মো: মেরাজ উদ্দিন বাপ্পী:
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে সব খুনি বিদেশে পালিয়ে রয়েছে-তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ।
তিনি বলেন, খুনিদের বিচার হলে বিচারহীনতার সংস্কৃতি যেমন দূর হবে তেমনি এ ধরনের হত্যাকান্ডের আর পুনরাবৃত্তি ঘটবে না।
শুক্রবার দুপুরে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফিরোজ জাহাঙ্গী চত্তরে গিয়ে শেষ হয়। এরপর এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ এ দাবি জানান।
বলেন, আজ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী শক্তি একের পর এক হত্যাকান্ড সংঘটিত করছে। কোন অপশক্তি যাতে আর কোন রকম ষড়যন্ত্র না করতে পারে এবং এই সমস্ত অপশক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্থি দেওয়া হোক।