নিজেকে ছাড়িয়ে গেলেন কনা
আপডেটঃ 8:10 pm | August 22, 2016

বিনোদন: এবার নিজেকে ছাড়িয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। কনার প্রতিটি মিউজিক ভিডিওই ছিল বেশ ব্যয়বহুল, আলোচিত ও দর্শকপ্রিয়। কিন্তু তার সবগুলোকেই এবার ছাড়িয়ে গেল চলতি বছরের মার্চের শেষের দিকে প্রকাশিত গান ‘রেশমি চুড়ি’র ভিডিও। এরই মধ্যে ভিডিওটি ইউটিউবে ৫০ লাখ বার উপভোগ করেছেন দর্শক। এর আগে কনার কোনো গানের ভিডিওই এতটা দর্শকপ্রিয়তা পায়নি। নৃত্য পরিচালনার পাশাপাশি ‘রেশমি চুড়ি’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কলকাতার শিবরাম শর্মা। এতে কনার সঙ্গে
মডেল হয়েছেন একদল তরুণ-তরুণী। গানটির একটি জায়গায় হাজির হয়েছিলেন গানটির সুরকার ও সংগীত আকাশ সেন (কলকাতা)। গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। এদিকে ‘রেশমি চুড়ি’সহ মোট সাতটি গান নিয়ে কনার একক অ্যালবাম ‘সেলফি’ মিউজিক প্ল্যাটফর্ম রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে এসেছে। নিজের গানের ভিডিও এত দর্শকপ্রিয়তা পাওয়ায় দারুণ আনন্দিত তিনি। তিনি বলেন, এটা আমার জন্য অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। দর্শক ভিডিওটি এতটা পছন্দ করবেন বুঝিনি। সামনেও আরও সুন্দর সুন্দর কাজ এভাবেই উপহার দিয়ে যেতে চাই শ্রোতা-দর্শকদের।